চাকরি বাতিল-ইস্যুতে বিস্ফোরক পোস্ট দেবাংশুর

তৃণমূল নেতা লিখছেন, 'শেষমেষ সিদ্ধান্ত হল, গোটা গ্রামে আগুন লাগানো হোক...।'

author-image
Jaita Chowdhury
New Update
debangshu.jpg

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে (Verdict) প্রায় ২৬ হাজার চাকরি বাতিল। সুপ্রিম রায়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya)। লিখছেন, 'পেয়াদার তাড়া খেয়ে একটা গ্রামে কয়েকটা বদমায়েশ ঢুকে পড়েছিল গা ঢাকা দিতে। অত লোকের মাঝে ওদের খুঁজি কীভাবে? আর, খুঁজেই যদি না পাই, তবে গর্দান নেব কীভাবে? শেষমেষ সিদ্ধান্ত হল, গোটা গ্রামে আগুন লাগানো হোক। ভিতরে লুকিয়ে থাকা বদমায়েশগুলো নিশ্চয়ই মারা পড়বে।' 

উল্লেখ্য, এদিনই সোশ্যাল মিডিয়ায় দেবাংশুর পোস্টের পাল্টা জবাব দিয়েছেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত।

Debangshu