নিজস্ব সংবাদদাতা: হাতি দেখতে গিয়ে জখম হলেন এক যুবক। ঘটনাটি গড়বেতার খড়িকাশুলি এলাকায়। বনদপ্তর জানিয়েছে, ওই যুবকের নাম সুদীপ্ত মল্লিক। বাড়ি ওই এলাকাতেই। তাকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন।
জানা গিয়েছে, বুধবার রাতে একটি দলছুট হাতি গড়বেতা রেঞ্জের খড়িকাশুলির কৃষি জমিতে নেমে পড়ে। অন্যান্য বাসিন্দাদের সঙ্গে সুদীপ্তও গিয়েছিল হাতি দেখতে। সেই সময় ওই হাতিটি তার দিকে তাড়া করে নিয়ে গেলে জমিতেই পড়ে যায় সে। হাতিটি তার উপর দিয়ে পেরিয়ে যায়। খুব জোর রক্ষা পেয়েছে প্রাণহানি থেকে। হাতির পায়ের আঘাতে সুদীপ্তর পায়ের হাড়ে চিড় ধরেছে। অন্যান্য বাসিন্দারা হাতিটিকে তাড়িয়ে তাকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যায়।
/anm-bengali/media/media_files/2025/04/03/ORCIkQZq2c4og3jvj7Tu.jpeg)
খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান বনকর্মীরা। রেঞ্জের আধিকারিক বিশ্বজিৎ মুদিকড়া জানিয়েছেন, “এক যুবক আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরকারি নিয়ম অনুসারে সমস্ত রকম সাহায্য করা হবে। এলাকাবাসীকেও সতর্ক করা হয়েছে হাতি দেখতে যাতে কেউ না যায়”।
অন্যদিকে ঝাড়গ্রাম থেকে বৃহস্পতিবার ভোরে মেদিনীপুর সদরে প্রবেশ করলো ৫০টি হাতির একটি পাল। প্রবেশের মুখেই দফারফা হয়েছে জমির ধান। বিঘার পর বিঘা জমির ফসল পায়ে মাড়িয়ে নষ্ট করে দেয় তারা। স্বাভাবিক ভাবেই ক্ষোভের সৃষ্টি হয় চাষীদের মধ্যে।