নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দলের অবস্থানের প্রতিবাদে জেডি(ইউ)-এর সিনিয়র নেতা মোহাম্মদ কাসিম আনসারি দল এবং তার সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন।
"আমি আমার জীবনের বেশ কয়েক বছর দলকে দিয়েছি বলে আমি হতাশ," মোহাম্মদ কাসিম আনসারির চিঠিতে লেখা আছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2025/04/WAQF-BILL-1-245830.jpg)