নিজস্ব সংবাদদাতা: কলেজ স্ট্রিট কফি হাউসের পিলার ভেঙে বেআইনি নির্মাণের বিস্ফোরক অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ভবন সম্প্রসারণের নাম করে আচমকা পিলার ভাঙা শুরু হয়। প্রশ্ন ওঠে, তবে কি দখলদারির হাত থেকে হেরিটেজ ভবনেরও রেহাই মিলবে না? আচমকা এই আশঙ্কার কারণ, কলেজ স্ট্রিট কফি হাউস প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে বইপাড়ার যে বাড়িতে অবস্থিত, সেটি কলকাতা পুরসভার হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত। যদিও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন,‘কফি হাউস হেরিটেজ ভবন। ওখানে কেউ কোনও কাজ করতে পারবেন না।’
/anm-bengali/media/media_files/2025/04/03/mtQpOpuBWafHDkbhozvH.jpg)