নিজস্ব সংবাদদাতা: চলতি বছরে গরমের ছুটি কবে থেকে শুরু তার দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান জানালেন যে ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি চালু হবে রাজ্যে।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেছেন তিনি। তারপর এই সিদ্ধান্ত নিয়েছেন।
/anm-bengali/media/media_files/gfXerGnWRFpC2P9qeHXZ.png)
মুখ্যমন্ত্রী বলেন, '৩০ এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাবে। যেহেতু গরম পড়ছে তাই এই সিদ্ধান্ত। প্রাইমারি ও হায়ার সেকেন্ডারি স্কুলে এই ছুটি দেওয়া হবে। এমনিতে ১০ এপ্রিল ছুটি আছে"।