'আমার বিবেক কি আমাকে এমন পচা দলের অংশ হওয়ার অনুমতি দিতে পারে?'

বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসি প্যানেল। হাইকোর্টের রায়ে সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রাক্তন তৃণমূল সাংসদ লিখছেন, 'আমার বিবেক কি আমাকে এমন পচা দলের অংশ হওয়ার অনুমতি দিতে পারে?'

author-image
Jaita Chowdhury
New Update
রাজ্যসভার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জহর সরকার

নিজস্ব সংবাদদাতা: চাকরি বাতিলকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে পোস্ট জহর সরকারের। প্রাক্তন তৃণমূল সাংসদ লিখলেন, 'মানুষ আমাকে জিজ্ঞেস করে, আমি কেন তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি। আমার বিবেক কি আমাকে এমন পচা দলের অংশ হওয়ার অনুমতি দিতে পারে?তৃণমূল সাম্প্রদায়িক বিজেপির কঠিনতম প্রতিদ্বন্দ্বী বলেই আমি সেখানে যোগ দিয়েছিলাম। কিন্তু দুর্নীতির জন্যই আমি দল ছেড়েছি।'  

 

TMC