নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রাজ্যের বিভিন্ন প্রান্তের হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা সহ একাধিক পদের কর্মীদের চাকরি গিয়েছে৷ বাদ নেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলাও। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডুমারি হাইস্কুলে ৩ জন শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মীর চাকরি গেল। এমনটাই জানালেন মুণ্ডমারি হাইস্কুলের টিচার্জ ইনচার্জ দিলীপ মাইতি। বাংলা,গনিত এবং ফিজিক্স বিভাগের শিক্ষকের চাকরি বাতিল হল এই স্কুলে। বর্তমানে এই স্কুলে ১৫০০ স্টুডেন্ট। গত বছর অনেকে অবসর নিয়েছেন। তার মধ্যে এই চাকরি চলে যাওয়ায় চিন্তিত হয়ে পড়লেন টিচার-ইনচার্জ।