নিজস্ব সংবাদদাতা: আগামী ২-৩ ঘণ্টায় ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথায় হবে বৃষ্টি?
জানা গেছে যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হবে বৃষ্টি। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আর বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি জারি থাকবে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।