নিজস্ব সংবাদদাতা: গতকাল থেকে শুরু হয়েছে আরজি কর কাণ্ডের চার্জশিটের ওপর ভিত্তি করে বিচারপ্রক্রিয়া। ছুটির দিন বাদ দিয়ে বাকি সবকটা দিনই হবে এই মামলার শুনানি। গতকাল শিয়ালদাহ আদালতে হাজির করা হয়েছিল এই মামলার অন্যতম মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। আর মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয় নির্যাতিতা চিকিৎসকের বাবা ও তাঁর এক কাকুর।
আর এদিন শুনানি শেষেই বাইরে এসে ফের বিস্ফোরক মন্তব্য করলো অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। সরাসরি প্রাক্তন সিপি বিনীত গোয়েলের নাম প্রকাশ্যে আনলো সে। চিৎকার করে বললো, ‘বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছেন’। এরপরই নতুন করে চর্চায় উঠে এসেছে এই আরজি কর মামলা।
বিজেপির বরিষ্ঠ নেতা তথাগত রায় এদিন এই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “বিনীত গোয়েলরা ‘সাজিশ’ করে ফাঁসিয়েছে! আদালত থেকে বেরিয়ে ফের চিৎকার অভয়াকে ধর্ষণ ও খুনের আসামী সঞ্জয় রায়ের।
মনে পড়ে গেল, সত্যজিৎ রায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় স্থানীয় গুন্ডা ‘শ্মশান স্বপন’ চেঁচিয়েছিল ‘সাহাদা, সাহাদা‘ বলে। সাহাদা মানে সেই সময়কার পুলিশ কমিশনার বীরেন সাহা। সেই থেকে সাহা মশাইয়ের প্রতিদিন সন্ধ্যায় জ্যোতিবাবুর সঙ্গে বসে মদ খাওয়া বন্ধ হয়ে গেল। পুলিশ কমিশনারের চাকরিটাও গেল”।