নিজস্ব সংবাদদাতা: আবার করোনা ফিরল। ৫ থেকে ১১ মে পর্যন্ত এক ধাক্কায় সিঙ্গাপুরে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯০০ জন। শনিবার থেকে স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং মাস্ক পরার আদেশ জারি করে দিয়েছেন। তাঁর আশঙ্কা, আগামী ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে চলে যেতে পারে। হিসেব করলে সেটা হল জুনের মাঝামাঝি থেকে শেষদিক।
/anm-bengali/media/media_files/I6ES3KgriB7tSdPWpHef.jpg)
আগের সপ্তাহে আক্রান্ত হন ১৩ হাজার ৭০০ জন। সেটাই বেড়ে প্রায় হল ২৬ হাজার। সামাজিক মেলামেশার উপর নিষেধাজ্ঞা ফের জারি হয়েছে।
/anm-bengali/media/post_banners/gxiSjmZu3uEMKEbOYwRc.jpg)
/anm-bengali/media/post_attachments/4c01143749aec9a6bcf53c47c12a41d29511c4864783ee558d420fe2d85701ea.webp)