নিজস্ব সংবাদদাতা : নাইজেরিয়ার সামরিক নেতা ব্রিগেডিয়ার জেনারেল আবদুরাহমানে তচিয়ানি, নাইজারের অস্থিতিশীলতার জন্য ফ্রান্সের সঙ্গে গোপন মিত্রতার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ফ্রান্স নাইজেরিয়ার নিরাপত্তা দুর্বল করতে লেক চাদ অঞ্চলে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে মিত্রতা করেছে, তবে নাইজেরিয়ার কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত নয়। এর পর, নাইজেরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নুহু রিবাদু এসব অভিযোগকে "ভিত্তিহীন" ও "মিথ্যা" বলে খণ্ডন করেন। তিনি বলেন, নাইজেরিয়া কখনোই নাইজারকে অস্থিতিশীল করার কোনো প্রচেষ্টা করেনি।
নাইজেরিয়ার তথ্যমন্ত্রী মোহাম্মদ ইদ্রিসও এই অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, এসব অভিযোগ কেবল "কল্পনা"। নাইজেরিয়া কখনোই ফ্রান্স বা অন্য কোনো দেশের সঙ্গে নাইজারকে অস্থিতিশীল করতে কোনো জোটে নিযুক্ত হয়নি।
এদিকে, পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোওয়াসও নাইজেরিয়া রক্ষা করে একটি বিবৃতি দিয়েছে, বলেছে, নাইজেরিয়া কখনো সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে কাজ করেনি। সামরিক অভ্যুত্থানের পর, নাইজার ফ্রান্সকে তাদের সামরিক ঘাঁটি প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে, যা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করেছে।