নর্দার্ন আয়ারল্যান্ডে দাবানল - ক্ষতির মুখে মৌরন পার্বত্য এলাকা

দাবানলে আতঙ্ক মৌরনে। আগুন ছড়িয়ে পড়েছে বন ও আবাসিক এলাকায়। পরিবেশবিদদের হুঁশিয়ারি—প্রভাব পড়তে পারে জীববৈচিত্র্যে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : নর্দার্ন আয়ারল্যান্ডের মৌরন পর্বতে আবারও বড় ধরনের আগুন লেগেছে। শনিবার বিকেলে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে হিলটাউন এলাকার গাছপালায়। এর পরই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে আশপাশের কয়েকটি বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এরপর রবিবার সকালে নতুন করে আগুন দেখা যায় সাইলেন্ট ভ্যালি ও বেন ক্রম এলাকায়।

publive-image

ফায়ার সার্ভিস জানিয়েছে, এই আগুনটি প্রায় দুই মাইল জুড়ে ছড়িয়ে পড়ে এবং আশপাশের বনভূমি ও ঘরবাড়ির কাছাকাছি চলে আসে। রাতভর কাজ করে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন ১০০ জনের বেশি দমকল কর্মী। প্রাকৃতিক ঝুঁকি এবং আগুনের কারণে Silent Valley Mountain Park আপাতত বন্ধ রাখা হয়েছে। কিছুদিন আগেই এই পার্ক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘ সময় বন্ধ ছিল।

publive-image

পুলিশ জানিয়েছে, আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে এবং এর জন্য ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর পরিবেশ বিশেষজ্ঞরা এবং দমকল কর্মীরা সবাইকে অনুরোধ করেছেন সচেতন থাকতে। কেউ যদি সন্দেহজনক কিছু দেখে বা আগুন লাগানোর তথ্য পায়, তাহলে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। কারণ এই ধরনের আগুন শুধু গাছপালা নয়, বন্যপ্রাণী, পরিবেশ এবং মানুষকেও বিপদের মুখে ফেলে দিতে পারে।