নিজস্ব সংবাদদাতা: পুড়ছে ঘরবাড়ি। পেছনে আততায়ীদের উল্লাস। সামনে শুধু পালানোর রাস্তা। ওয়াকফ আইন বিরোধী অশান্তিতে মুর্শিদাবাদের বহু পরিবার এক কাপড়ে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে মালদহে। মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আশ্রয় শিবিরে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন ঘরহারা মহিলারা। একাধিক জন দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি, ঘরে ফেরার আগে বিএসএফ ক্যাম্প গড়ে তোলার আরজি জানান তাঁরা।
সামশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানে ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভে গত কয়েকদিন ধরে উত্তাল মুর্শিদাবাদ। প্রাণ গিয়েছে তিনজনের। জ্বলেছে পুলিশের গাড়ি, দোকান, বসতবাড়ি। হিংসা এতটাই চরমে ওঠে যে, কলকাতা হাই কোর্টের নির্দেশে শুক্রবার রাত থেকে এলাকায় নামানো হয় বিএসএফ এবং শনিবার থেকে আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়।
/anm-bengali/media/media_files/2025/04/14/2CcehXCmEVw4ETzD1SZK.jpg)
অশান্তির আঁচে পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু মানুষের ভিটেমাটি। একাধিক পরিবার, বিশেষ করে মহিলারা, প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন মালদহের বৈষ্ণবনগরের বিভিন্ন স্কুলে। সেখানেই পারলালপুর হাই স্কুলে মঙ্গলবার আশ্রয়প্রাপ্তদের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি।