নিজস্ব সংবাদদাতা: বাংলা নববর্ষের পুণ্যলগ্নে রোমানিয়া পর্যটকদের আগমন। পটের ছবি এঁকে নববর্ষের গান বাঁধলেন পিংলার পটশিল্পীরা। জানালেন, পয়লা বৈশাখের শুভেচ্ছা। ঘটের ছবি এঁকে গান বাঁধলেন তারা।দুদিন ধরে পিংলার নয়ার পটশিল্পী বাহাদূর চিত্রকর, রুপসনা চিত্রকরেরা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পটের ছবি এঁকে গান বাঁধলেন।
/anm-bengali/media/post_banners/SvpfvdjqBpYiNG7Avprx.jpg)
অপরদিকে, একই দিনে পিংলায় নয়াতে হাজির বিদেশী পর্যটকরা। সোমবার সকালে ৪ জন রোমানিয়া এসে পিংলার পট পাড়া ঘুরে গেলেন। সব মিলিয়ে বাংলা নববর্ষের প্রথম দিনটা খুবই ভালো ভাবে কাটবে বলে আশাবাদী শিল্পীরা।