নিজস্ব সংবাদদাতা: সোমবার ঝাড়গ্রামের জেলা শাসকের কার্যালয়ের কংসাবতী সভাগৃহে ডাঃ বি.আর. আম্বেদকরের জন্মদিন উদযাপন করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। এদিন ডাঃ বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জীবন কাহিনী সম্পর্কে বক্তব্য রাখলেন উপস্থিত থাকা বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল, ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারপার্সন কবিতা ঘোষ সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা।
/anm-bengali/media/media_files/2025/04/14/5HihPE87ewDXgMwCbMt2.jpg)