নিজস্ব সংবাদদাতা : আজ ভারতীয় সময় ৭টা ৩৪মিনিটে জাপানের কিউশু আইল্যান্ডে এক তীব্র ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৬.০।
/anm-bengali/media/media_files/TpgLXY9vu2SUxJBNe1Hf.jpg)
এই ভূমিকম্পের ফলে সমগ্র এলাকায় এক তীব্র কম্পন অনুভূত হয়, তবে এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।