নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বড় দাবি করলেন। তিনি বলেছেন, "ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫-এর নাম পরিবর্তন করে UMEED (ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এমপাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট) বিল রাখা হবে"।
/anm-bengali/media/media_files/ppNQcij1W1XUzZvW2a4z.jpg)