নিজস্ব সংবাদদাতা: গুণমান পরীক্ষায় ফেল নামী ব্র্যান্ডের আরও ১৩৪টি ওষুধ এবং ইনজেকশন। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় এই ফলাফল আসে। এই ওষুধগুলিকে 'নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস' ঘোষণা করা হল। তালিকায় রক্ত জমাট বাঁধা ঠেকাতে ব্যবহৃত ওষুধ, হাড়ের চিকিৎসায় ব্যবহৃত ক্যালসিয়াম ট্যাবলেট, বাতের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন, শরীরে আয়রনের ঘাটতি কমাতে ব্যবহৃত ইনজেকশন, অস্ত্রোপচারের সময় ব্যথা কমাতে ব্যবহৃত ইনজেকশন, ডায়াবেটিসের ওষুধ, ফুসফুসের অসুখে ব্যবহৃত হওয়া অ্যান্টিবায়োটিক ইনজেকশন, প্যাকেটজাত খাদ্য দীর্ঘদিন একইরকম রাখতে ব্যবহৃত ওষুধ, কাফ সিরাপ, চোখের সংক্রমণ ও কর্নিয়ার সমস্যায় ব্যবহৃত ওষুধ, ব্যাকটেরিয়া এবং পরজীবীর সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত ওষুধ আর ইনজেকশন, সাধারণ স্যালাইন, খিঁচুনি কমাতে ব্যবহৃত ওষুধ, ভিটামিন বি- এর ঘাটতি ঠেকাতে ব্যবহৃত ওষুধ, খাদ্যনালীর সমস্যায় ব্যবহৃত ওষুধ, পক্সের টিকা, ক্ষুদ্রান্ত্রের সমস্যায় ব্যবহৃত ওষুধ, ক্যালসিয়াম ইনজেকশন, ভিটামিন ট্যাবলেট, ফোলা কমানোর ইনজেকশন ইত্যাদি।
/anm-bengali/media/post_attachments/data5/SELLER/Default/2024/5/415117710/GU/EW/ZT/67876967/calcium-citrate-vitamin-d3-zinc-magnesium-tablets-820700.jpg)
জানা গেছে যে কোনও ট্যাবলেট খাওয়ার পর শরীরে দ্রবীভূত হচ্ছে না বরং সেটা শক্ত থেকে যাচ্ছে, কোনওটায় যে পরিমাণ ওষুধ আছে বলে দাবি করা হচ্ছে তার মাত্রা কম আবার কোনও কোনও ওষুধ পুরোই জাল, কোথাও একই স্ট্রিপে থাকা কিছু ট্যাবলেট এক রঙের আর কিছু ট্যাবলেট আলাদা রঙের। এছাড়াও অভিযোগ, কোনও ট্যাবলেট ক্যাপসুলের ল্যামিনেশনে ত্রুটি আছে, কোনও ওষুধ নিম্নমানের আর কোনও কোনও ওষুধে মিশে আছে অপ্রয়োজনীয় দূষিত পদার্থ।