লিভ ইন সম্পকর্কে অনুমোদন দিল না হাইকোর্ট

বেআইনি জানিয়ে দিল কোর্ট।

author-image
Adrita
New Update
দ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বর্তমান জীবনযাত্রায় লিভ ইন রিলেশন অর্থাৎ ' একত্র বসবাসের সম্পর্ক ' খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। তবে এবার এই সাধারণ ব্যাপারকেই অনুমোদনযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, এক আন্তর্ধর্মীয় যুগলের একত্রবাস সংক্রান্ত মামলায় রায় দিতে গিয়ে বিচারপতি এ আর মাসুদি এবং বিচারপতি এ কে শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, ইসলামিক নীতি অনুযায়ী সমাজ কখনোই কোনও ইসলামিক প্রেমিক যুগলকে ' লিভ ইন সম্পর্কের'  অনুমতি দেয় না। 

Islam doesn't allow live-in relationship for a married Muslim: Allahabad  high court | Lucknow News - Times of India

তবে দুই বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে যে, যদি দুজনেই প্রাপ্তবয়স্ক এবং বিধবা বা বিপত্মীক হয়ে থাকেন, তবে তারা সেই সম্পর্কে লিপ্ত হতে পারেন। তবে অবশ্যই তা সাংবিধানিক বৈধতা এবং সামাজিক নৈতিকতাকে মাথায় রেখে মেনে চলতে হবে।

As a Muslim, would you live in Israel? If yes, why? - Quora

Add 1