নিজস্ব সংবাদদাতা: এবছরের প্রায় শেষের দিকে বিহারে হতে চলেছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে বিহারের উত্তাপ বাড়তে শুরু করেছে। এবারে বিহারের ভোট অবশ্যই হাই ভোল্টেজ। কেননা ২০২৪ লোকসভা নির্বাচনে এনডিএ সরকার গঠন হয়েছে বিহারের জেডিইউ নেতা নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নাইডুর সমর্থনে। কেননা নির্বাচনের আগে দিয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন এই দু’জন বরিষ্ঠ নেতাই। এবার সেই নীতিশ কুমারের রাজ্যেই রয়েছে বিধানসভা নির্বাচন। স্বাভাবিক ভাবেই তাঁকে রুখতে বদ্ধপরিকর বিরোধীরা। আর তাই এবার লড়াই শুরু হয়ে গিয়েছে জোরকদমে।
/anm-bengali/media/media_files/AWViIFS9m6cdHhOvf7Hl.webp)
বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব এদিন এক প্রতিক্রিয়ায় বলেন, “বিজেপির যারা (বিহার) মন্ত্রিসভায় আছেন তাদের পটভূমি পরীক্ষা করে দেখা উচিত যে তাদের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে। এটি মুখ্যমন্ত্রীর (নীতীশ কুমার) শেষ মন্ত্রিসভা সম্প্রসারণ। এনডিএ ২০২৫ সালে শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী এই পদে থাকতে পারছেন না। তিনি ক্লান্ত। তিনি তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। বিহারের মানুষ পুরনো গাড়ি নয়, বরং নতুন গাড়ি চায়”।