দূষণের মাত্রার সূচক ৬০০ পার, কাঠগড়ায় আপ সরকার

রাজধানীতে ধোঁয়াশার জেরে ব্যাহত বিমান পরিষেবা।

author-image
Adrita
New Update
দূষণের জেরে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ কেজরি সরকারের

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে দূষণের মাত্রা বেড়েছে। দিল্লিতে দূষণের মাত্রা সব সীমা ছাড়াচ্ছে! ধোঁয়াশার চাদরে ঢেকে গেছে শহর ও সংলগ্ন এলাকা। দূষণের প্রকোপে দিল্লি ছাড়াও রয়েছে নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ। যতদিন এগোচ্ছে ততই দূষণ আরও বাড়ছে এইসব অঞ্চলে। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা কমে ৫০০ থেকে ৮০০ মিটারে দাঁড়িয়েছে। ধোঁয়াশায় ‘অন্ধ’ দিল্লি, টানা দ্বিতীয় দিন দূষণের মাত্রা ছুঁল ‘মারাত্মকে’র গণ্ডি। 

বাড়ছে ঢাকার বায়ু দূষণ

এই বিষয়ে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা বলেছেন, "দিল্লি দূষণের একটি স্তরের নীচে ঢাকা। আপনি এমনকি মুখোশ না পরে বাইরে যেতে পারবেন না। দিল্লি দূষণে লাহোরকে অতিক্রম করায় একটি মাইলফলক অর্জন করেছে। AAP দিল্লিকে লাহোরের চেয়ে খারাপ রাজ্যে নিয়ে এসেছে। " তিনি আরও বলেন যে, '' আজ, AQI ৫০০-৬০০ পেরিয়েছে। আপ এই সবের জন্য ইউপি, হরিয়ানা এবং দীপাবলিকে দায়ী করে, তারা পাঞ্জাবে খড় পোড়ানোর জন্য দায়ী ছিল, এখন তারা কিছু বলে না। "

shezad poonawala aq2.jpg

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, দূষণের প্রকোপে দিল্লি ছাড়াও রয়েছে নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ। যতদিন এগোচ্ছে ততই দূষণ আরও বাড়ছে এইসব অঞ্চলে। 

বায়ু দূষণ নিয়ে তৃতীয় শুনানির আয়োজন করেছে এনএইচআরসি