নিজস্ব সংবাদদাতা: গুরুতর অসুস্থ তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। তবে নিম্ন আদালতের নির্দেশে তাঁকে মুকুন্দপুরের আরএন টেগোর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে।
গত ২২ জানুয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে আবেদন জানান যে পার্থের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে এবং বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার প্রয়োজন। এই আবেদনের প্রেক্ষিতে আদালত এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার রিপোর্ট তলব করে।
আজ সেই রিপোর্ট আদালতে জমা পড়লে বিচারক নির্দেশ দেন পার্থ চট্টোপাধ্যায়কে দ্রুত মুকুন্দপুরের আরএন টেগোর হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসার ব্যবস্থা করতে। নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।