নিজস্ব সংবাদদাতা: বিজেপি হরিয়ানার মন্ত্রী অনিল ভিজকে শোকজ নোটিশ পাঠিয়েছে। এই প্রসঙ্গে অনিল ভিজ বলেন, "আমি গত ৩ দিন ধরে বেঙ্গালুরুতে ছিলাম। গত রাতে এখানে ফিরে এসেছি। আমি আমার বাড়িতে গিয়েছিলাম, যেখানে আমি স্নান করেছিলাম এবং খাবার খেয়েছিলাম। পরে, আমি আমার উত্তর লিখেছিলাম (শোকজ নোটিশের)। আজ, আমি প্রদত্ত সময়ের আগেই আমার উত্তর পাঠিয়েছি।"