নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস বার বার বিআর আম্বেদকর ও সংবিধানকে অপমান করেছে বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ ব্রিজমোহন আগরওয়াল বলেছেন, "কংগ্রেস দল সর্বদা বিআর আম্বেদকর এবং তাঁর সংবিধানকে অপমান করেছে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ আমাদের সংবিধানে লেখা নেই, কিন্তু কংগ্রেস দলের একজন উপ-মুখ্যমন্ত্রী ধর্মের ভিত্তিতে ৪% সংরক্ষণ এবং সংবিধান সংশোধনের কথা বলছেন। প্রথমত, খাড়গে জি এবং জয়রাম রমেশের উচিত বিশেষাধিকার নোটিশ দেওয়ার আগে তাদের নেতাদের নিয়ন্ত্রণে রাখা।"
/anm-bengali/media/media_files/lBkNG2X1sCiYg0kcXygj.jpg)