নিজস্ব সংবাদদাতা: দিল্লি নতুন একটি ইসকন মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন, "রোহিণী এলাকায় নবনির্মিত ইসকন মন্দির উদ্বোধন করা আমার জন্য আনন্দের বিষয়। আমি ইসকনের পুরো দলকে অভিনন্দন জানাই। এখন পর্যন্ত আমরা স্বাস্থ্য পর্যটন, শিক্ষা পর্যটন নিয়ে কথা বলতাম কিন্তু ধর্মীয় পর্যটনও খুবই গুরুত্বপূর্ণ। পর্যটকরা ভারতে আসেন এবং এর আধ্যাত্মিকতায় ডুবে যান।"
/anm-bengali/media/media_files/2025/03/09/1aH18G0uyOF2j7jDSXjl.JPG)