নিজস্ব সংবাদদাতা : আজ ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো তেলেঙ্গানা বিধানসভা। প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য দুই চাকার স্কুটার এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে, তেলেঙ্গানা বিধানসভার বাইরে আজ ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি মহিলা মোর্চা।
/anm-bengali/media/media_files/UJKqzaoVVwysZUCxsCGu.jpg)
এই বিষয়ে কথা বলতে গিয়ে তেলেঙ্গানা বিজেপি মহিলা মোর্চার সভাপতি, ড. শিল্পা রেড্ডি বলেন, "আমরা মহালক্ষ্মী প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসিক ২,৫০০ টাকা আর্থিক সহায়তা, এবং ছাত্রীদের জন্য স্কুটার ও রাজ্যে নারীদের সুরক্ষার দাবি জানাচ্ছি।" বিজেপি মহিলা মোর্চার এই বিক্ষোভ প্রদর্শনের ফলে ব্যাপক সরগরম হয়ে ওঠে তেলেঙ্গানার রাজ্য রাজনীতি।