নিজস্ব সংবাদদাতা: মারাঠা সংরক্ষণের দাবিতে মহারাষ্ট্রে লাগাতার বিক্ষোভ চলছে। এরই মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাইয়ে মারাঠা সংরক্ষণ নিয়ে এক সর্বদলীয় বৈঠক করলেন। বৈঠক শেষে মহারাষ্ট্রে সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক নীতিকে দূরে সরিয়ে রেখে আপাতত সরকারের পাশে। তারা মারাঠা সংরক্ষণ চাইছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)