নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার ইব্রাহিমপুর গ্রামে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে পুলিশ এবং দমকল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আগুন নেভানোর জন্য অভিযান চলছে।
#WATCH | Uttarakhand | Massive fire broke out in a chemical factory in the Ibrahimpur village of the Haridwar district. At present, police and fire department officials are present at the spot. Operations are underway to douse the fire. pic.twitter.com/alCsP8uZ9A