নিজস্ব সংবাদদাতা : হায়দরাবাদে এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, "আসামের বিজেপি সরকার ৯০ বছরের পুরনো মুসলিম বিবাহ আইন সরিয়ে দিয়েছে। আসাম সরকার বলেছে, মুসলমানদের বিয়ে বিশেষ বিবাহ আইনের অধীনে হবে। তাহলে নিকাহতে কে খুতবা এবং মেহর পড়বে? অর্থাৎ, এখন আসামে মুসলিমরা বিয়ে করলে কাজির প্রয়োজন হবে না, পাত্রীও যৌতুক পাবে না। তারা আমাদের শরিয়ত কেড়ে নিতে চায়।"
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)