মুসলিমদের বিয়ের ৯০ বছরের পুরনো আইন বাতিল, ক্ষুব্ধ আসাদুদ্দিন ওয়াইসি

এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, "আসামের বিজেপি সরকার ৯০ বছরের পুরনো মুসলিম বিবাহ আইন সরিয়ে দিয়েছে। যার ফলে মুসলিমদের বিয়েতে কাজীর প্রয়োজন হবে না। পাত্রীও যৌতুক পাবে না।"

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
oyic.jpg

নিজস্ব সংবাদদাতা : হায়দরাবাদে এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, "আসামের বিজেপি সরকার ৯০ বছরের পুরনো মুসলিম বিবাহ আইন সরিয়ে দিয়েছে। আসাম সরকার বলেছে, মুসলমানদের বিয়ে বিশেষ বিবাহ আইনের অধীনে হবে। তাহলে নিকাহতে কে খুতবা এবং মেহর পড়বে?  অর্থাৎ, এখন আসামে মুসলিমরা বিয়ে করলে কাজির প্রয়োজন হবে না, পাত্রীও যৌতুক পাবে না। তারা আমাদের শরিয়ত কেড়ে নিতে চায়।"

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha.jpeg

tamacha1.jpg