এনকাউন্টার: ১৬টি মামলায় অভিযুক্ত দুষ্কৃতী আরশাদ নিহত, ৩ অস্ত্র উদ্ধার

শামলিতে এসটিএফের এনকাউন্টারে মুকিম কালা গ্যাংয়ের সদস্য আরশাদ নিহত হয়েছে। তার কাছ থেকে ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা : শামলিতে উত্তর প্রদেশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ঘটনাটি নিয়ে উত্তর প্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার জানান, "এনকাউন্টার চলাকালীন আমাদের ইন্সপেক্টর সুনীল গুরুতর আহত হয়েছেন। তিনি ৩-৪টি গুলিবিদ্ধ হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।"

Guns

উল্লেখ্য, নিহত দুষ্কৃতীদের মধ্যে একজনের নাম আরশাদ। তিনি সাহারানপুর জেলার একটি ডাকাতির মামলায় ওয়ান্টেড ছিলেন। অন্যান্য দুই নিহত দুষ্কৃতী হলেন মনজিত এবং সতীশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি ব্রেজা গাড়ি, ২টি পিস্তল, ১টি কার্বাইন এবং ৩টি বন্দুক।

আরশাদ মুকিম কালা গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে ১৬টিরও বেশি মামলা ছিল, যার মধ্যে ৫টি খুনের অভিযোগও রয়েছে। ২০২৪ সালের জুনে তিনি মুক্তি পেয়ে আবারও সক্রিয় হয়ে ওঠেন এবং নিজের গ্যাং গঠন করে হরিয়ানা ও ইউপির পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে আসছিলে।