নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, গরুপাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। দীর্ঘদিন জেলবন্দি থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। অনুব্রতর জামিনের যুক্তিতেই এবার জেলমুক্তি হতে চলেছে সায়গলের।
সায়গলের জামিনের আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনসল কৃ্ষ্ণা বলেন, "তদন্ত শেষ হয়েছে। আদালতে সাপ্লিমেন্টারি অভিযোগ জমা পড়েছে আদালতে। কিন্তু, গত ২ বছরে বিচার প্রক্রিয়া শুরু হয়নি।" বিচারপতি আরও বলেন, 'অভিযুক্তের অতীত খতিয়ে দেখে মনে হয়েছে, তিনি জামিন পেলে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তিনি সরকারি কর্মচারী। সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা নেই।'
প্রসঙ্গত, ২০২২ সালের ৯ জুন গরুপাচার মামলায় সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। পরে ওই বছরেরই ৭ অক্টোবর জেলবন্দি সায়গলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বর্তমানে তিহাড় জেলে রয়েছেন অনুব্রতর দেহরক্ষী। এদিন বিচারপতি বলেন, 'এই মামলায় নথির পরিমাণ বহু। ফলে বিচার প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। সেকথা বিবেচনা করেই সায়গলের জামিনের আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট।'