ছ্যাঁকা দিচ্ছে বাজার, পাইকারি বাজারের রিপোর্ট ভয় ধরাবে বুকে

প্রাথমিক রিপোর্ট দিল আরও চাঞ্চল্যকর তথ্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vegetables

File Picture

নিজস্ব সংবাদদাতা: ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে জিনিসপত্রের দাম। আনাজপাতি থেকে শুরু করে নিত্যদিনের ব্যবহারের সামগ্রী সবই হু হু করে বাড়ছে। বাজারে গেলে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। আর এবার প্রাথমিক রিপোর্ট দিল আরও চাঞ্চল্যকর তথ্য।

গত এপ্রিলে দেশের পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে হল ১.২৬ শতাংশ। যা ১৩ মাসে সর্বোচ্চ। মার্চে সেই হার ছিল ০.৫৩ শতাংশ। খুচরো বাজারেও বেড়েছে এই হার। বাণিজ্য মন্ত্রকের প্রকাশ করা পরিসংখ্যানে দেখা যাচ্ছে, খাদ্যপণ্যে পাইকারি মূল্যবৃদ্ধি ৭.৭৪ শতাংশ। মার্চেই যা ছিল ৬.৮৮ শতাংশ। সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে আনাজ। আলুর মূল্যবৃদ্ধি ৭১.৯৭ শতাংশ, পেঁয়াজের মূল্যবৃদ্ধি ৫৯.৭৫ শতাংশ। স্বাভাবিক ভাবেই এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খুচরো বাজারেও। যার জেরে সবজিপাতি থেকে শুরু করে মাছ, মাংস; মুদির সামগ্রী সবে দাম বেড়ে গেছে অনেকটাই। পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।

tomatopricehike.jpg

2-2-2-2foodgroups_vegetables_detailfeature.jpg

Add 1