নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, ২৫ জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সম্পর্কে বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, "জরুরি অবস্থা এমন একটা ভয়াবহ সময় ছিল, আজকের প্রজন্মের বেশিরভাগ লোকই দেখেনি সেটা।
/anm-bengali/media/media_files/kvEtEidLBnbh2Z48PgEP.jpg)
জরুরি অবস্থার পরে প্রায় ৫০ বছর কেটে গেছে। সংবিধানকে বিকৃত করে বা সংবিধানকে অবহেলা করে কি অবস্থায় পৌঁছানো যায়, সেটার সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্যই এই কাজটা করা হচ্ছে। এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
/anm-bengali/media/media_files/NmhFwQ58BGLuboYBfoze.png)
একটা কথা মনে রাখতে হবে, যে জাতি নিজের ইতিহাস ভুলে যায়, সে জাতির কপালে আছে ইতিহাসের কবলে পড়ে আবার যন্ত্রণা পাওয়া। এই কথাটা একজন বিশিষ্ট ব্যক্তি বলে গেছেন। আমরা যেন আমাদের ইতিহাস ভুলে না যাই সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।"
/anm-bengali/media/post_attachments/c6c4553b0eacdbe8eff9ee25baf6749439eb2499d1e5eaf3ca18cbd10c6b4b32.webp)