একই সঙ্গে করোনার ২টি ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন ৯০ বছরের বৃদ্ধা

author-image
New Update
একই সঙ্গে করোনার ২টি ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন ৯০ বছরের বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি: গত মার্চে মারা যাওয়া ৯০ বছর বয়সী এক বৃদ্ধার সংক্রমণের ধরন দেখে সাধারণ মানুষকে সতর্ক করেছেন গবেষকেরা। তার মৃত্যুর পর এতদিন গবেষণা করে চিকিৎসকেরা বলছেন, তিনি একই সঙ্গে করোনার ডেল্টা এবং বিটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন।

ভুক্তভোগী ওই নারীর ভ্যাকসিন নেওয়া ছিল না।

তার চিকিৎসকেরা এখন বলছেন, তিনি আলাদা দুইজনের থেকে আক্রান্ত হয়েছিলেন।

ডাবল ভ্যারিয়েন্টের এই ধরনের সংক্রমণ খুবই বিরল। গোটা পৃথিবীতে হাতেগোনা কয়েকটি দেখা গেছে।

বৃদ্ধার বিষয়টি নিয়ে ইউরোপের চিকিৎসকেরাও আলোচনা করেছেন।

২০২১ সালের জানুয়ারিতে ব্রাজিলের গবেষকেরা জানান, তাদের দেশে দুই জন দুই ধরনের ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। পর্তুগালে এক কিশোরও এভাবে আক্রান্ত হয়। তবে সে সুস্থতার পথে রয়েছে।

বেলজিয়ামের এক গবেষক বলেন, ‘দুটি ভ্যারিয়েন্টই বেলজিয়ামে পাওয়া যাচ্ছে। ভুক্তভোগী নারী একা থাকতেন। কিন্তু অনেক সাহায্যকারী তার বাড়িতে আসতেন, দেখভালের জন্য।