নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইউক্রেন। দেশটির একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী রুশ অবস্থানের ওপর গুলি ছুড়েছে ও ড্রোন হামলা চালিয়েছে। এতে বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/qlGIcyfrEGfuIW9JmmkP.webp)
উল্লেখ্য, পুতিন গতকাল এই যুদ্ধবিরতির ঘোষণা করেন এবং আশা করেন ইউক্রেনও একইভাবে সাড়া দেবে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, তার দেশ রাশিয়ার পদক্ষেপের প্রতিফলন ঘটাবে। জেলেনস্কি আরও বলেন, 'ইউক্রেন চায় ইস্টার রবিবারের পরও এই সাময়িক যুদ্ধবিরতি যেন চলতে থাকে।' তবে তার পক্ষ থেকেও অভিযোগ এসেছে—যুদ্ধবিরতির সময়েও রাশিয়া লড়াই বন্ধ রাখেনি। সব মিলিয়ে, যুদ্ধবিরতির মাঝেও দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা বাড়ছে। এখন প্রশ্ন—আসলে কে কথা রাখছে, আর কে লঙ্ঘন করছে যুদ্ধবিরতি?