দিশেহারা পাকিস্তান! ইসলামাবাদের কাছে বিমানঘাঁটিতে ব্যাপক হামলা ভারতের
সাধারণ মানুষকে লক্ষ্য করে পাক হামলা অব্যাহত, শ্রীনগরে একটি বাড়িতে ভেঙে পড়ল ক্ষেপণাস্ত্র
অকারণে ভারতের নামে মিথ্যা খবর ছড়াচ্ছে! পাক সরকারের বিরুদ্ধে গর্জে উঠল আফগানিস্তানের তালিবান সরকার
সোশ্যাল মিডিয়ায় দেশের বিরুদ্ধে পোস্ট, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ সিউড়ির যুবকরা
রাতেই পাকিস্তানে বড় ধরনের হামলা! প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চস্তরের বৈঠক
'কাপুরুষ' পাকিস্তান স্কুল স্বাস্থ্যকেন্দ্রও ছাড়ছে না…তবে সেগুলোর কড়া জবাব দিচ্ছে ভারত
শুরু হয়ে গেছে যুদ্ধ, পাক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জের! রাজস্থানের সীমান্তের বাসিন্দাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত
দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত! চণ্ডীগড়ের সাধারণ সমাবেশ থেকে উঠল 'পাকিস্তান মুর্দাবাদ'
হামলায় পাকিস্তানের প্রধান লক্ষ্য পাঞ্জাব! এবার স্থানীয়দের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করল সেনাবাহিনী

রেলের পোশাক, ভুয়া পরিচয়পত্র—ধরা পড়তেই ফাঁস ভুয়া নিয়োগ চক্র

হাওড়া স্টেশনে রেলের পোশাক পরে ঘুরছিল এক যুবক। টিকিট চেকারের সন্দেহে ধরা পড়ে, বেরিয়ে আসে ভুয়া নিয়োগ চক্রের রহস্য। জেনে নিন বিস্তারিত।

author-image
Debapriya Sarkar
New Update
howrahstation

নিজস্ব সংবাদদাতা : হাওড়া স্টেশনে গতকাল রাতে একটি সম্ভাব্য ভুয়া নিয়োগ প্রতারণা ধরতে সক্ষম হয়েছে খড়গপুর ডিভিশনের কমার্শিয়াল বিভাগের টিকিট চেকিং কর্মী দল। হাওড়া নিউ কমপ্লেক্সের প্ল্যাটফর্মে এক ব্যক্তি টিকিট চেকিং কর্মী হিসেবে পরিচয় দিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় সিটিআই/ইনচার্জ শ্রী দেবদুলাল ভট্টাচার্য্য ও তাঁর টিম তাঁকে চিহ্নিত করেন। তল্লাশি করার পর জানা যায়, ওই ব্যক্তি প্রকৃত রেলকর্মী নন।

Tt

তাঁর কাছে বেশ কিছু ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়, যার মধ্যে ভুল তথ্য ছিল। অভিযুক্ত ব্যক্তির নাম রাউনিত রাজ শাও। সে আরও জানায়, সে এবং তার ২-৩ জন সহকর্মী নিয়মিত হাওড়া ও শিয়ালদহ স্টেশনে একই ধরনের প্রতারণা চালাচ্ছিল। এরপর তদন্তে জানা যায়, এই প্রতারণার পেছনে একটি চক্র রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিকে সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে রেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF) এর কাছে হস্তান্তর করা হয়।

খড়গপুর ডিভিশন প্রতিনিয়ত এমন প্রতারণা চক্র ধরতে প্রতিরোধমূলক অভিযান চালাচ্ছে এবং কমার্শিয়াল ও নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয়ে কাজ করছে। শ্রী নীশান্ত কুমার, সিনিয়র ডি.সি.এম. কিউপি, জানিয়েছেন, “আমাদের টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে যাতে এমন প্রতারণা চক্রের মোকাবিলা করা যায়। সিটিআই/এইচডব্লিউ-এর প্রচেষ্টা অন্যদের জন্য উদাহরণ স্থাপন করেছে, যা নজরদারি বাড়ানোর এবং সততার সঙ্গে জনগণের সেবা প্রদানের প্রতিশ্রুতি আরও দৃঢ় করছে।”

ডিআরএম/কিউপি শ্রী কেআর চৌধুরী, এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং এসব প্রতারণার বিরুদ্ধে অভিযান আরও জোরালো করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'রেল এই ধরনের প্রতারণা একদম সহ্য করে না।'