নিজস্ব সংবাদদাতা : হাওড়া স্টেশনে গতকাল রাতে একটি সম্ভাব্য ভুয়া নিয়োগ প্রতারণা ধরতে সক্ষম হয়েছে খড়গপুর ডিভিশনের কমার্শিয়াল বিভাগের টিকিট চেকিং কর্মী দল। হাওড়া নিউ কমপ্লেক্সের প্ল্যাটফর্মে এক ব্যক্তি টিকিট চেকিং কর্মী হিসেবে পরিচয় দিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় সিটিআই/ইনচার্জ শ্রী দেবদুলাল ভট্টাচার্য্য ও তাঁর টিম তাঁকে চিহ্নিত করেন। তল্লাশি করার পর জানা যায়, ওই ব্যক্তি প্রকৃত রেলকর্মী নন।
/anm-bengali/media/media_files/2025/04/20/lwQSgAs0QqAtSCRgz4Nm.jpg)
তাঁর কাছে বেশ কিছু ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়, যার মধ্যে ভুল তথ্য ছিল। অভিযুক্ত ব্যক্তির নাম রাউনিত রাজ শাও। সে আরও জানায়, সে এবং তার ২-৩ জন সহকর্মী নিয়মিত হাওড়া ও শিয়ালদহ স্টেশনে একই ধরনের প্রতারণা চালাচ্ছিল। এরপর তদন্তে জানা যায়, এই প্রতারণার পেছনে একটি চক্র রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিকে সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে রেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF) এর কাছে হস্তান্তর করা হয়।
খড়গপুর ডিভিশন প্রতিনিয়ত এমন প্রতারণা চক্র ধরতে প্রতিরোধমূলক অভিযান চালাচ্ছে এবং কমার্শিয়াল ও নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয়ে কাজ করছে। শ্রী নীশান্ত কুমার, সিনিয়র ডি.সি.এম. কিউপি, জানিয়েছেন, “আমাদের টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে যাতে এমন প্রতারণা চক্রের মোকাবিলা করা যায়। সিটিআই/এইচডব্লিউ-এর প্রচেষ্টা অন্যদের জন্য উদাহরণ স্থাপন করেছে, যা নজরদারি বাড়ানোর এবং সততার সঙ্গে জনগণের সেবা প্রদানের প্রতিশ্রুতি আরও দৃঢ় করছে।”
ডিআরএম/কিউপি শ্রী কেআর চৌধুরী, এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং এসব প্রতারণার বিরুদ্ধে অভিযান আরও জোরালো করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'রেল এই ধরনের প্রতারণা একদম সহ্য করে না।'