নিজস্ব সংবাদদাতা : আমেরিকার এক বড় সরকারি দফতরের দায়িত্বে থাকা ডাগ বারগাম জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে ভালো চুক্তি করতে পারবেন। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, ট্রাম্প কি চীনের সঙ্গে সফলভাবে চুক্তি করতে পারবেন? জবাবে বারগাম বলেন, "ট্রাম্প খুব ভালো চুক্তি করতে পারেন। আমি ওঁর ওপর বিশ্বাস রাখি।"
/anm-bengali/media/media_files/2025/03/11/a20uXQq7BW9lhBEXY4Eo.jpg)
তিনি আরও জানান, যেসব কাজ দেশের জন্য দরকারি, সেগুলোই করবে ট্রাম্প। আর যেগুলো অপ্রয়োজনীয়, সেগুলো বাদ দেওয়া হবে। সব মিলিয়ে বারগামের কথায় স্পষ্ট যে ট্রাম্পের ওপর তাঁর পূর্ণ আস্থা আছে, ট্রাম্প দেশের জন্য ভালো সিদ্ধান্তই নেবে।
ট্রাম্পের চুক্তি ক্ষমতা কতটা? শীর্ষ সরকারি কর্মকর্তার কথায় জানুন
আমেরিকার শীর্ষ সরকারি কর্মকর্তা ডাগ বারগাম জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে ভালো চুক্তি করার ক্ষমতা রাখেন।
নিজস্ব সংবাদদাতা : আমেরিকার এক বড় সরকারি দফতরের দায়িত্বে থাকা ডাগ বারগাম জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে ভালো চুক্তি করতে পারবেন। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, ট্রাম্প কি চীনের সঙ্গে সফলভাবে চুক্তি করতে পারবেন? জবাবে বারগাম বলেন, "ট্রাম্প খুব ভালো চুক্তি করতে পারেন। আমি ওঁর ওপর বিশ্বাস রাখি।"
তিনি আরও জানান, যেসব কাজ দেশের জন্য দরকারি, সেগুলোই করবে ট্রাম্প। আর যেগুলো অপ্রয়োজনীয়, সেগুলো বাদ দেওয়া হবে। সব মিলিয়ে বারগামের কথায় স্পষ্ট যে ট্রাম্পের ওপর তাঁর পূর্ণ আস্থা আছে, ট্রাম্প দেশের জন্য ভালো সিদ্ধান্তই নেবে।