নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলি সেনা গত মাসে গাজায় ১৫ জন সাহায্যকর্মী নিহত হওয়ার ঘটনা নিয়ে একটি তদন্ত করেছে। তদন্তে জানা গেছে, সেনারা এই ঘটনার সময় পেশাগতভাবে ভুল কাজ করেছে। তারা সঠিকভাবে পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেয়নি, যার ফলস্বরূপ নিরীহ সাহায্যকর্মীরা মারা যান। এই ঘটনার জন্য দায়ী থাকা ডেপুটি কমান্ডারকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। সেনা বাহিনী এই ধরনের ভুল ভবিষ্যতে না ঘটানোর জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।
/anm-bengali/media/media_files/2025/02/01/8h5s0dwGfDZ9iysb2drB.webp)