নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর খ্রিস্ট উদ্ধারকর্তা ক্যাথেড্রালে মধ্যরাতের ইস্টার সানডে প্রার্থনায় অংশ নিলেন। তাঁর সঙ্গে ছিলেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। এই প্রার্থনার ঠিক আগের দিনই পুতিন হঠাৎ ঘোষণা দেন—ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি থাকবে। তিনি জানান, এই সিদ্ধান্ত "মানবিক দিক বিবেচনা করেই" নেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/20/1000190919-359495.webp)
উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়া—দু’দেশেই ইস্টার একটি বড় খ্রিস্টীয় উৎসব। এবছর দু’দেশের ধর্মীয় ক্যালেন্ডার একসঙ্গে পড়ায় একই দিনে ইস্টার পালিত হচ্ছে। প্রার্থনার সময় পুতিন শান্ত ও গম্ভীর ছিলেন। তবে এই যুদ্ধবিরতি কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।
/anm-bengali/media/media_files/2025/04/20/1000190921-500326.webp)