নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেখানে ৩০ ঘণ্টার 'ইস্টার যুদ্ধবিরতি' ঘোষণা দিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেখানেই দিয়েছেন কৌশলী পাল্টা বার্তা। তিনি বলেন, "৩০ ঘণ্টা? যদি সত্যিই শান্তি চান, তাহলে ৩০ দিন করুন। আমরা তখন পুরোপুরি সহযোগিতা করব।"
/anm-bengali/media/media_files/2025/03/21/88v5QmfrE7npPMRS24OW.jpg)
জেলেনস্কির এই বক্তব্য কার্যত ক্রেমলিনের ‘শান্তির বার্তা’র ওপর প্রশ্ন তুলেছে। তবে এই সময়ে জেলেনস্কি খুব শক্তভাবে কিছু বলতেও পারছেন না। কারণ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, যদি শান্তির আলোচনা ভেস্তে যায়, তাহলে আমেরিকা আর ইউক্রেনকে আগের মতো সমর্থন নাও দিতে পারে।
/anm-bengali/media/media_files/2025/03/27/TcGGK6gtbvEnF3PRj58O.jpg)
এই পরিস্থিতি জেলেনস্কির জন্য অত্যন্ত জটিল। যুদ্ধবিরতির সাময়িক সম্ভাবনা থাকলেও, ইউক্রেনের বেশিরভাগ মানুষই তেমন কোনো স্থায়ী শান্তির আশা দেখছেন না। বিশ্লেষকরা বলছেন, এটা এখন এক কূটনৈতিক খেলা— যেখানে ইউক্রেনকে ভারসাম্য রেখে চাল দিতে হচ্ছে, যাতে বিশ্ববাসীর চোখে তারাই শান্তির পথে আগ্রহী প্রমাণিত হয়।