নিজস্ব সংবাদদাতা : ইস্টার সানডে-তে দুই রকম বার্তা দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে তিনি সবার জন্য শান্তি ও আনন্দের প্রার্থনা করলেন, অন্যদিকে আবার বিরোধীদের উদ্দেশ্যে কড়া কটাক্ষ করতেও ছাড়লেন না।
/anm-bengali/media/media_files/2025/03/07/jYT9jODkDlzUPjv8Y9I8.jpg)
প্রথমে Truth Social-এ ট্রাম্প লিখেছেন,“মেলানিয়া এবং আমি সবাইকে শুভ ইস্টার জানাচ্ছি! আপনি গির্জায় যান বা বাড়ি থেকে প্রার্থনা দেখুন—এই দিনটা যিশু খ্রিষ্টের পুনরুত্থানের আনন্দে ভরে উঠুক। HE IS RISEN!!” কিন্তু এই শান্তিপূর্ণ বার্তার কিছুক্ষণ পরেই তিনি আরেকটি বার্তা দেন, যেখানে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ফের অভিযোগ তোলেন। তিনি লেখেন,“যারা ২০২০ সালের নির্বাচনে চিটিং করে এই ধ্বংসাত্মক মানুষটিকে জিতিয়েছে, তাদের সবাইকে অনেক ভালোবাসা, আন্তরিকতা ও স্নেহ নিয়ে জানাই শুভ ইস্টার!!!”
এই পোস্টে তিনি সরাসরি না বললেও, অনেকেই বুঝেছেন—এই কথার লক্ষ্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও ট্রাম্প 'চরমপন্থী বামপন্থী'দেরও আক্রমণ করেন। সব মিলিয়ে, ট্রাম্পের ইস্টার বার্তায় ছিল একদিকে শুভেচ্ছা, আর অন্যদিকে পুরনো ক্ষোভের বহিঃপ্রকাশ।