খেলরত্ন পেলেন মনু ভাকের, গুকেশ

খেলার দুনিয়ায় ভারতের সবচেয়ে বড় সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Khel Ratna Awards)। শুক্রবার সেই পুরস্কারই মনু ভাকের (Manu Bhaker), হরমনপ্রীত সিংহ, ডি গুকেশদের (D Gukesh) হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

author-image
Jaita Chowdhury
New Update
modi and manu bhakar

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: খেলার দুনিয়ায় ভারতের সবচেয়ে বড় সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Khel Ratna Awards)। শুক্রবার সেই পুরস্কারই মনু ভাকের (Manu Bhaker), হরমনপ্রীত সিংহ, ডি গুকেশদের (D Gukesh) হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।। শুক্রবার ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড সেরিমনিতে হয় পুরস্কার বিতরণের অনুষ্ঠান। 

পাশাপাশি, এদিনের অনুষ্ঠানে ৩২ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারও দেওয়া হয়। ৩২ জনের মধ্যে ১৭ জন প্যারা-অ্যাথলিট। এই তালিকায় রয়েছেন, প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী আমন শেরাওয়াত, শ্যুটার স্বপ্নীর কুশালে, সরবজ্যোৎ সিংহ এবং ভারতীয় পুরুষ হকি দলের তারকা জার্মানপ্রীত সিংহ, সুখজিৎ সিংহ।