নিজস্ব সংবাদদাতা : আজ হরিয়ানার হিসারে এক জনসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে এক বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, "২০১৪ সালের আগে আমাদের দেশে মাত্র ৭৪টি বিমানবন্দর ছিল। আজ বিমানবন্দরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০-র বেশি। ভাবুন একবার, ৭০ বছরে মাত্র ৭৪টি বিমানবন্দর তৈরী হয়েছিল !" তিনি জানান, ''এখন ভারতে প্রতি বছর রেকর্ড সংখ্যক বিমানযাত্রী যাতায়াত করছেন এবং এই কারণে বিমান সংস্থাগুলি প্রায় ২০০০টি নতুন বিমানের অর্ডার দিয়েছে।''
/anm-bengali/media/media_files/YLOJpXqtVpgu7dozhW2P.png)
তিনি আরও বলেন, “একদিকে আমরা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছি, আর অন্যদিকে দরিদ্রদের কল্যাণ ও সামাজিক ন্যায় সুনিশ্চিত করছি।”