নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে নিয়ে কিছু মন্তব্য করায়, এবার তার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, “বিজেপিতে কে মুখ্যমন্ত্রী হবে না, সেটাই আগে ওরা ঠিক করুক! ওরা নিজেদের মধ্যেই ঝগড়া করছে। আজ এক নাম, দুই দিন পর আবার অন্য নাম চলে আসবে।”
/anm-bengali/media/media_files/NSUsqdVk2QEad14mYKAt.webp)
এরপর বিজেপিকে কটাক্ষ করে তেজস্বী যাদব বলেন, “আপনারা নিজেরাই কেন এনডিএ (NDA) নেতাদের মধ্যে বিভাজন তৈরি করছেন ?”
নিজেদেরই মধ্যেই ঝগড়া করছে বিজেপি ! বড় তথ্য ফাঁস করলেন হেভিওয়েট নেতা
আগামী নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অভ্যন্তরীণ টানাপোড়েনকে বড় ইস্যু করে তুলতে চাইছে আরজেডি।
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে নিয়ে কিছু মন্তব্য করায়, এবার তার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, “বিজেপিতে কে মুখ্যমন্ত্রী হবে না, সেটাই আগে ওরা ঠিক করুক! ওরা নিজেদের মধ্যেই ঝগড়া করছে। আজ এক নাম, দুই দিন পর আবার অন্য নাম চলে আসবে।”
এরপর বিজেপিকে কটাক্ষ করে তেজস্বী যাদব বলেন, “আপনারা নিজেরাই কেন এনডিএ (NDA) নেতাদের মধ্যে বিভাজন তৈরি করছেন ?”