নিজস্ব সংবাদদাতা : আজ হরিয়ানার হিসারের একটি জনসভা থেকে ফের একবার কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজকের এই জনসভা থেকে ফের একবার জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে বিঁধলেন মোদি। তিনি বলেন, “কংগ্রেস সংবিধানকে ব্যবহার করেছে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য। জরুরি অবস্থার সময় সংবিধানের আত্মাকে হত্যা করা হয়েছিল।”
/anm-bengali/media/media_files/KWbjrfnw6O0H9HPrexCR.webp)
এরপর তিনি আরও বলেন, “সংবিধানে ধর্মনিরপেক্ষ নাগরিক আইনের কথা বলা হলেও কংগ্রেস তা কখনই বাস্তবায়ন করেনি। আজ উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু হয়েছে, কিন্তু কংগ্রেস তার বিরোধিতা করছে।”