নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার শালবনীতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই বিপত্তি শালবনীতে। মুখ্যমন্ত্রী আসাকে কেন্দ্র করে জিন্দাল এরিয়ার ভেতরে অনুষ্ঠানকে ঘিরে যে প্যান্ডেলের কাজ চলছিল তার হ্যাঙ্গার ভেঙে পড়েছে।
/anm-bengali/media/post_attachments/f0e90890-900.png)
উল্লেখ্য, জিন্দালদের প্রস্তাবিত এলাকায় জিন্দাল গোষ্ঠীর কর্ণধারের ঘোষণা মত নতুন করে কাজ শুরু হচ্ছে আর সেই কাজের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/post_attachments/79e134ec-715.png)
তাই মুখ্যমন্ত্রী আসাকে কেন্দ্র করে সাজসাজ রব জিন্দালের এলাকায়। তৈরি হচ্ছিল বিরাট প্যান্ডেল। হঠাৎ ঝড় বৃষ্টিতেই প্যান্ডেলের হ্যাঙ্গার ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।