নিজস্ব সংবাদদাতা: নেপালি পাড়া স্কুল দেখতে মালয়েশিয়া, নেপাল, ভুটান আর বাংলাদেশ থেকে এলো শিক্ষক দল। পড়াশোনার মান উন্নয়ন নিয়েও হল বৈঠক। খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকরা।
নেপালিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. কলিমুল হক বলেন, "রাজ্যের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ইউরেশিয়া এডুকেশন রিসার্চ কাউন্সিলের তত্ত্বাবধানে বুধবার বাংলাদেশ, নেপাল, ভুটান, মালয়েশিয়া থেকে শিক্ষক শিক্ষিকারা বর্ধমানের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন। বৃহস্পতিবার সেই শিক্ষকরা আমাদের স্কুলে এসেছিলেন। আমাদের সাথে বৈঠক করলেন। শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন নিয়েও বৈঠক চলে এদিন”।
/anm-bengali/media/post_attachments/c2a8cf10-f96.png)
ইউরেশিয়া এডুকেশন রিসার্চ কাউন্সিলের সম্পাদক ড. তরুণ পাল বলেন, “আমরা যখন বিভিন্ন দেশে যায় তখন নানান বিষয় জানতে পারি। সেইসব বিষয়গুলি তুলে ধরার জন্য রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যায়। ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের সাথে ভাবের আদান-প্রদান ঘটায়। সকলেই নতুন কিছু জানতে পারে। মালয়েশিয়া নেপাল বাংলাদেশ থেকে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা, শিক্ষক শিক্ষিকারা নতুন কিছু শিখল”।