নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান ও সামশেরগঞ্জ-এ যে হিংসার আগুন ছড়িয়েছে, তা মোটেই স্বতঃস্ফূর্ত জনরোষ নয়, বরং দীর্ঘদিন ধরে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের ফসল - এমনই অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে মুর্শিদাবাদের ঘরছাড়া পরিবারগুলির সাক্ষাৎ করিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন সুকান্ত। তাঁর দাবি, গোয়েন্দা রিপোর্টেই স্পষ্ট হয়েছে, ওই এলাকাগুলিকে ‘উপদ্রুত’ করার ব্লুপ্রিন্ট গত তিন মাস ধরেই তৈরি হচ্ছিল, এবং ওয়াকফ সংশোধনী আইন ছিল শুধুমাত্র এক ‘উপলক্ষ’।
সুকান্ত মজুমদার এদিন সরাসরি পুলিশমন্ত্রীকে প্রশ্ন করেন ‘গোয়েন্দারা কী করছিল?’ রাজ্যের গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুকান্ত বলেন, “পুলিশের গোয়েন্দা বিভাগ তো ছিল, তারা কী করছিল?”
/anm-bengali/media/media_files/2025/04/12/6venJMUyBYROetjRQIuG.JPG)
তিনি আরও বলেন, “তিন মাস ধরে ছক করা হচ্ছিল, তুরস্ক থেকে টাকা এসেছে - সবই নাকি আগে থেকেই জানা ছিল। তাহলে আগে থেকে কোনও ব্যবস্থা কেন নেওয়া হয়নি? মুখ্যমন্ত্রীর গোয়েন্দা বিভাগ কি ওয়েব সিরিজ বানাচ্ছিল? না কি বসে বসে শুধু ফ্যাক্ট চেক করছিল?”
বস্তুত, ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে রাজ্যে যে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ব্যবস্থা সমস্যার মুখোমুখি হয়েছে, তার কেন্দ্রস্থল এখন মুর্শিদাবাদ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই থাকছে, যার নেতৃত্বে আরও একবার সুর চড়ালেন বিজেপি নেতৃত্ব।