নিজস্ব সংবাদদাতা: জেলায় জেলায় ছড়িয়ে থাকা দাবা সংস্থার উন্নয়নে এবার এগিয়ে এলেন রাজ্যের প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। তাঁর পাশে দাঁড়ালেন রাজ্যের পোড়খাওয়া কংগ্রেস নেতা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। ২০২৩ সালে সাংসদ থাকাকালীন নিজের তহবিল থেকে দিব্যেন্দু বড়ুয়ার সংস্থাকে ১৫ লক্ষ টাকা দেন তিনি। সেই অর্থে কম্পিউটার কিনে তুলে দেওয়া হল ২৩টি জেলার চেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধির হাতে।