নিজস্ব সংবাদদাতা: ভয়ের অপর নাম হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ। নববর্ষেও নবাবের জেলায় শুধুই আতঙ্ক! ভিটেমাটি ছেড়ে মুর্শিদাবাদ থেকে মালদায়, ত্রাণ শিবিরে হাহাকার। সামশেরগঞ্জ, ধুলিয়ান থেকে সুতি, চারিদিকে তাণ্ডবের ক্ষতচিহ্ন! প্রাণে বাঁচতে ঘরছাড়া বহু মানুষ, মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় আশ্রয়।
/anm-bengali/media/post_banners/EcqMKuj3adq6G4C3K8FR.jpg)